Date : 2024-04-24

এবার থেকে বিনামূল্যে ব্যবহার করা যাবে বিদ্যুৎ, জানালেন কেজরিওয়াল…

ওয়েব ডেস্ক: গত বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবার থেকে দিল্লিবাসীরা ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবে বিনামূল্যে।

এছাড়াও ইলেকট্রিক বিল ২০১ থেকে ৪০১ ইউনিটড পর্যন্ত হলে তাতে মিলবে ৫০ শতাংশ ছাড়।

গতকাল দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে এমন কথাই বলেন আম আদমী পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।

তিনি আরও বললেন, “দিল্লির মানুষদের কাল পর্যন্ত ২০০ ইউনিট ইলেক্ট্রিসিটির জন্য দিতে হত ৬২২ টাকা। আজ থেকে এটি একবারেই বিনামূল্যে তা ব্যবহার করতে পারবে। এছাড়াও ২৫০ ইউনিটের জন্য দিতে হত ৮০০ টাকা, এখন দিতে হবে ২৫২।

৩০০ ইউনিটের জন্য লাগত ৯৭১ টাকা, আর এখন দিতে হবে ৫২৬। আবারা ৪০০ ইউনিটের জন্য দিতে হত ১৩২০ টাকা, এখন লাগবে কেবল ১০৭৫ টাকা।

তিনি এই নিময়টি শুরু করলেন মধ্যবিত্ত ও গরীব মানুষের উদ্দেশ্যে। দিল্লিতে মহিলাদের বাস ও মেট্রোতে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার পর কেজরিওয়ালের এই উদ্যোগটিতেও বেশ খুশি দিল্লিবাসীরা।