Date : 2024-04-16

মঙ্গলবার থেকে শহরে ৪৮ ঘন্টার ধর্মঘট ডাকল হলুদ ট্যাক্সি ও অ্যাপ ক্যাব…

ওয়েব ডেস্ক: মঙ্গলবার থেকে টানা ৪৮ ঘন্টা ধর্মঘটের ডাক দিল হলুদ ট্যাক্সি সংস্থা ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়ার্কার ফেডারেশন। মঙ্গলবার ২০ হাজার চালক গাড়ি নিয়ে রাস্তায় নামবেন না।

তাদের দাবি ট্যাক্সি চালকের মৃত্যু হলে ৫ লক্ষ টাকা সরকার থেকে ক্ষতিপূরণ দিতে হবে। সঙ্গে পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে।

এবং শুধু তাই নয়, মোটর ভেহিকেলস আইন ২০১৯তে যে জরিমানার তালিকা দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে।

এছাড়াও তাদের দাবি, মিটার ট্যাক্সির ভাড়া বাড়াতে হবে। গাড়িতে উঠলেই ৩০টাকার বদলে ৪০ টাকা করতে হবে। ‘ওয়েটিং চার্জ’ ২টাকা থেকে বাড়িয়ে ৩টাকা করা হবে। পুলিশের জুলুমবাজি বন্ধ করতে হবে। সব মিলিয়ে তাদের দাবি সাত দফা। হলুদ ট্যাক্সির সঙ্গেই মঙ্গলবার থেকে পথে নামবে না ১৫ হাজার অ্যাপ ক্যাব।

অর্থাৎ মঙ্গলবার পথে নামছে না প্রায় সব মিলিয়ে ৩৫ হাজার ট্যাক্সি। যদিও তাঁরা কাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটকে সমর্থন করলেও পথে গাড়ি না নামানোর এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। যদি কোনও চালক রাস্তায় নেমে পরিষেবা না দিতে চান, তাঁকে জোর করা হবে না। কিন্তু মঙ্গলবার রাস্তায় পর্যাপ্ত ওলা উবের পাওয়া যাবে।