Date : 2024-04-20

গাড়ির বাজারে মন্দা, ৪ দিন কারখানা বন্ধের সিদ্ধান্ত হিরোর

ওয়েব ডেস্ক :দু-চাকার বাজারে গাড়ির বিক্রি কমেছে।তাই উৎপাদনে সামঞ্জস্য রাখতে ১৫ ই আগস্ট থেকে ১৮ ই আগস্ট অবধি কারখানা বন্ধের সিন্ধান্ত হিরো মোটরকর্পের।তবে শুধু তাই নয় কোম্পানির বার্ষিক রুটিন মোতাবেক চারদিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ২০১৯ এর এপ্রিল থেকে জুলাই মাস অবধি হিরো মোটরকর্পের বিক্রির পরিমান ছিল ২৪,৬৬,৮০২।

গত বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বিক্রি কমেছে হিরোর।ভারতে দুচাকার গাড়ির বাজারে সবথেকে বেশি বিক্রিত মোটর সাইকেল হিরো।হিরোর স্প্লেন্ডার বাইক এবছর সবথেকে বেশি বিক্রিত গাড়ি। তবে শুধু দু-চাকা নয় বিক্রির মন্দা অন্যান্য সংস্থার ওপরও প্রভাব ফেলেছে।