ওয়েব ডেস্ক: রোজ সকালে গুরুত্বপূর্ণ কাজে বেরনোর আগে চিন্তা শুরু করেন সবাই। ভবিষ্যৎ জানতে কার না মন চায়। খারাপ ভালো মিলিয়ে কাটুক আপনার দিন, সারাদিন কিভাবে চললে ভালো থাকবেন আপনি, জানতে চোখ রাখুন আজকের রাশিফলে…
মেষ রাশি: ব্যাবসায় অর্থ লাভ। বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে। মায়ের শরীর ভালো যাবে না। কাউকে ঋণ দিলে আজ সেই টাকা ফেরৎ পাবেন না। পারলে বড় ঠাকুরের মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন।
বৃষ রাশি: বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষায় উন্নতি। সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে পারেন। বেশি খরচ আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। সুফল পেতে স্বরস্বতী মন্ত্র জপ করুন।
মিথুন রাশি: মমলা মকদ্দমার ফল আপনার অনুকুলে যাবে। জমি বাড়ি ক্রয়ের যোগ। পাওনা টাকা নাও পেতে পারেন। পারলে গনেশের আরতি করে কাজে বেড়ন, কার্য সিদ্ধি হবে।
কর্কট রাশি: আজ আপনার হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ। তবে অর্থ সঞ্চিত রাখুন । যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের কথা হতে পারে। সকালে কোন কাজ শুরু করার আগে কালো কুকুরকে কিছু খাইয়ে নিন।
সিংহ রাশি: আজ দুর্ঘটনা থেকে সাবধানে থাকবেন। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য কাটবে। বাড়ি-জমি ক্রয়ের সিদ্ধান্ত নিলে তা শুভ হবে। কার্যসিদ্ধির জন্য সকালে স্নান করে নৃসিংহ মন্ত্র জপ করুন।
কন্যা রাশি: অর্থ প্রাপ্তির জন্য আপনার দিনটি মিশ্র। কোন মউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। শিবের পুজো করুন।
তুলা রাশি: খাওয়া দাওয়া থেকে অসুস্থতা আসতে পারে। বিশাস ভাঙতে পারে প্রিয় জন। মনকে শান্ত রাখুন। সূর্যপ্রণাম করে দিন শুরু করুন।
বৃশ্চিক রাশি: শরীরের সুস্থতা ফিরবে। লটারি প্রাপ্তির যোগ। শিল্প জগতে সম্মান বৃদ্ধি। দেবী মঙ্গল চন্ডির পুজো করুন।
ধনু রাশি: শারীরিক অসুস্থতা বাড়বে। সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে সুসংবাদ পেতে পারেন। মনকে শান্ত রাখুন।মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।
মকর রাশি: রাস্তায়ঘাটে যানবাহন নিয়ে সাবধানে থাকবেন। কর্মক্ষেত্রে গোপন শত্রু বৃদ্ধির সম্ভাবনা। অর্থ প্রপ্তি বিলম্বিত হতে পারে। কাজে বেরনোর আগে বগলামুখী স্তব করুন।
কুম্ভ রাশি: প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে। তবে অতিরিক্ত আবেগপ্রবন হবেন না। অপ্রয়োজনীয় অর্থ ব্যায়ের সম্ভাবনা। দূর্গা স্তব করে প্রয়োজনীয় কাজে বেরিয়ে পড়ুন।
মীন রাশি: জটিল পরিস্থিতিতে কার্যোদ্ধারের সম্ভাবনা। সন্তান লাভের সুখবর মিলতে পারে। সন্ধ্যের পর হঠাৎ-ই অর্থ ক্ষয়ের যোগ। পঞ্চামৃতের ফোঁটা দিয়ে কাজ শুরু করুন।