Date : 2024-04-18

১৫ বছরের পুরনো গাড়ি ধরতে শহরে চালু হল স্বয়ংক্রিয় নম্বর প্লেট পরীক্ষা ক্যামেরা….

কলকাতা: পুরনো হয়েছে গাড়ি? সাবধান! এবার এই ধরনের গাড়ি পথে দেখলেই ব্যবস্থা নেবে সরকার। শহরে বানিজ্যিক কারণে ব্যবহৃত ১৫ বছরের পুরনো গাড়ি ধরতে এবার স্বয়ংক্রিয় প্লেট নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরা বসানো হচ্ছে। ইতিমধ্যেই এই ক্যামেরার বসানো হয়েছে বিদ্যাসাগর সেতুর কাছে টোল প্লাজার ধারে। এগুলি আসলে সিসিটিভি ক্যামেরার মতো দেখতে হলেও এদের কাজ আলাদা। হাইকোর্টের নির্দেশ অনুসারে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল হয়ে যাওয়ার কথা।

সঠিক পরিকাঠামো না থাকার কারণে এই গাড়িগুলিকে ধরা সম্ভব হচ্ছিল না।উল্লেখ্য, গত তিন মাসের পরিসংখ্যান বলছে, কলকাতায় চলেছে ২ লাখ ৪৬ হাজার গাড়ি যেগুলি পনেরো বছর বা তার থেকেও বেশি পুরনো। এদের ধরতে শহরজুড়ে বসানো হয়েছে ১৬০০ স্বয়ংক্রিয় নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরা। এই ক্যামেরার সামনে কোন গাড়ি এলেই সেই গাড়ির নম্বর প্লেটের ছবি তুলে রাখবে। সেই নম্বর চলে যাবে সার্ভারে। সেখান থেকেই যাচাই করা যাবে গাড়িটি কত বছরের পুরনো। তারপরেই এই সব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বিশেষ করে শহরে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করতেই এই ধরনের প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করেছে সরকার।