Date : 2024-03-28

বাজারে এল ইলেকট্রিক মোটর চালিত বাইক REVOLT

ওয়েব ডেস্ক: স্কুটার তো ছিলই, এবার বাইক প্রেমীদের নজর কাড়তে বাজারে এল ব্যাটারি চালিত বাইক।রিভল্ট ৪০০।মাইক্রোম্যাক্সের সহ প্রতিষ্ঠাতা রাহুল শর্মার রিভল্ট ইন্টেলিকর্প বাজারে আনল ২ টি ইলেকট্রিক বাইক। প্রথমটি হল RV400 এবং দ্বিতীয়টি হল RV300 মডেল।দুটি বাইকের মাইলেজ যথাক্রমে ১৬০ এবং ১৫০ কিলোমিটার।একবার চার্জ করতে এই বাইক সময় নেবে ৪ ঘণ্টা।প্রতি মাসে ৩৪৯৯ টাকা দিলেই মিলবে RV400 বাইক।

আরও পড়ুন: হায়দ্রাবাদে বিশ্বের অন্যতম বৃহৎ ক্যাম্পাস ভবনের উদ্বোধন অ্যামাজনের

ইলেকট্রিক এই বাইকে ৮৫ কিলোমিটার গতি তোলা যাবে।তা ছাড়া একটি অ্যাপের সাহায্যে চালু করা যাবে এই বাইকটি।বাইকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স থাকার কারণে স্যাটালাইট নেভিগেশন থেকে বাইক লোকেটর, নিরাপত্তার জন্য জিও ফেনসিং, ডোর স্টেপ ব্যাটারি সার্ভিস সবই করা যাবে এই অ্যাপের মাধ্যমে।অপরদিকে RV300এর সর্বোচ্চ গতিবেগ হবে ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।কোম্পানির পক্ষ থেকে বাইকটি সমন্ধে বিভিন্ন জিনিস দাবি করা হলেও আরও বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন।