Date : 2024-03-01

সাপ নিজেই খাচ্ছে নিজের লেজ, ফেসবুকে ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক : নিজের লেজ নিজেই খাচ্ছে সাপ। এমন ভিডিও চোখে পড়তেই ভিডিও করে বসলেন এক সাপ বিশেষজ্ঞ।পেনসিলভেনিয়ার ফরগটন ফ্রেন্ড নামের একটি সরীসৃপদের থাকার জায়গায় সম্প্রতি চোখে পড়ে কিং স্নেক নামের ওই সাপকে।যে নিজেই নিজের লেজটিকে গিলে খেতে যাচ্ছিল। বিষয়টি ফেসবুকে আসার পরপরই ভাইরাল হয়ে যায় সেই ছবি। দেখে নিন একনজরে। নজরে পড়ার সঙ্গে সঙ্গে হাত দিয়ে সাপের চোয়াল থেকে তার লেজকে বের করার চেষ্টা করতে থাকেন।

Jesse rescues a hungry kingsnake from eating himself 🐍😮😳👍🏻

Posted by Forgotten Friend Reptile Sanctuary on Friday, August 9, 2019

ওই বাগানের কেয়ার টেকার মিস্টার রথএসার জানান এই বাগানে গত ১৫ বছরের ইতিহাসে কখনও এমন জিনিস দেখা যায়নি যে একজন সাপ তার নিজের লেজকেই খেয়ে ফেলছে।