Date : 2022-09-29

অবসাদে রেললাইনে গলা দিয়ে আত্মঘাতী সেন্ট জেভিয়ার্সের ছাত্র ঋষিক…

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না ঋষিক কোলের।

সেন্ট জেভিয়ার্স কলেজের স্নাতক প্রথম বর্ষের ওই শিক্ষার্থী হস্টেল থেকে বেরিয়েছিলেন, তার প্রায় ২৪ ঘন্টা হতে যায়।

হুগলির সিঙ্গুরের বাসিন্দা মেধাবী ছাত্র ঋষিক বিএসসির ছাত্র হস্টেলে নতুন এসেছে। ২৮ জুলাই থেকে হস্টেলে থাকা শুরু করে সে।

খোঁজ না মেলায় বড়ই উৎকণ্ঠায় ছিলেন পরিবার। তবে বৃহস্পতিবারই মেলে তার খোঁজ, তবে তা বেলুড় রেললাইনের ধারে।

বেলুড় জিআরপি জানিয়েছে, উত্তরপাড়া ও হিন্দমোটর স্টেশনের মাঝামাঝি অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ পাওয়া যায়। যার মাথা ও ধড় পড়ে ছিল আলাদা ভাবে। শুক্রবার সন্ধ্যায় হৃষীকের পরিবারের লোকজন দেহটি শনাক্ত করেন। কি কারণে আত্মঘাতী হল এই মেধাবী যুবক?

তার বাবা জানিয়েছেন, ঋষিক শহুরে আদবকায়দা এবং ইংরেজি ভাল না জানায় ক্লাসে মানিয়ে নিতে পারছিল না। তাই কিছুটা অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তবে এই কারণে যে সে আত্মঘাতী হবে তা ঋষিকের মা-বাবা স্বপ্নেও ভাবেননি।