Date : 2024-03-19

খুব শিঘ্রই বাতিল হতে চলেছে আপনার ডেবিট কার্ড…

ওয়েব ডেস্ক: ডেবিট কার্ড ব্যবহারের দিন শেষ। ডেবিট কার্ডের সুবিধায় যখন তখন টাকা তোলা আর বোধহয় সম্ভব হবে না, এমন কথাই জানালো এসবিআই।

কারণ তাঁরা ব্যাঙ্কিং ব্যবস্থা থেকে ডেবিট কার্ড তুলে নিতে চলেছেন। স্টেট ব্যাঙ্কের চেয়ার ম্যান রজনীশ কুমার জানান, ৫ বছর পরে প্লাস্টিক কার্ডের আর প্রয়োজন থাকবে না। অটোমেটি ইনার মেশিনের মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে। অটোমেটিক ইনার মেশিনই প্রয়োজন মেটাবে।

কঠিন প্রয়াসের পর চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-২…

এই সিদ্ধান্তের পেছনে তাঁদের প্রধান উদ্দেশ্য হল ডেবিট কার্ড মুক্ত ভারত গড়ে তোলার। যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা দেওয়া নেওয়ার উপর জোর বেশি দেওয়া হয়। এসবিআই ইয়োনো প্ল্যাটফর্মের গুরুত্ব আরও বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

দেহব্যবসার পথে ঠেলে দিল মা, ধর্ষক দাদা, অভিযোগ কিশোরীর…

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড ব্যবহার করেন দেশের জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ মানুষ। যেখানে ৩ কোটি কার্ডের ব্যবহার রয়েছ, সেখানে ডেবিট কার্ড আছে ৯০ কোটি। এসবিআইয়ের ইয়োনো অ্যাপের মাধ্যমেই তোলা যাবে টাকা।

গোটা দেশে ইতোমধ্যেই ৬৮,০০০ ইয়োনো ক্যাশ পয়েন্ট চালু করা হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে এই সংখ্যাটা ১০ লক্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এসবিআই-এর।