Date : 2023-12-11

প্রিয় শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল গোটা ক্লাস, দেখুন ভিডিও…

ওয়েব ডেস্ক: সবার জীবনেই স্কুল জীবন একটা বড় জায়গা দখল করে থাকে। শুধু যে বন্ধুদের তালিকায় নামের ভিড় বাড়ে তা নয়।

সঙ্গে খুব পছন্দের মানুষ হয়ে ওঠে স্কুলের শিক্ষকরাও। তবে অতজন শিক্ষকের মধ্যেও নাম থাকে এমন একজনের, যিনি সব থেকে প্রিয় হয়ে ওঠেন।

কিন্তু সেই শিক্ষকই স্কুল ছেড়ে চলে গেলে, বা অন্য কোথাও বদলি হয়ে গেলে, তা যে কতোটা কষ্টের কারণ হয়ে ওঠে, তা কেবল সেই ছাত্রছাত্রীরাই বোঝে। ঠিক এমনই একটি ঘটনার ভিডিওতে মজেছে আজকে নেটদুনিয়া।

পশ্চিমবঙ্গে বিচারকের ভূমিকায় ফের এক রূপান্তরকামী…
বাড়ি বাড়ি বই সংগ্রহ করে গরীব বাচ্চাদের বিতরণ করে চণ্ডিগড়ের কুমার…
হরপা বানে ভেসে গেল উত্তরাখণ্ড ৩ গ্রাম, মৃত ১৭ জন….

মধ্যপ্রদেশের কাটনি নামক একটি জায়গার স্কুলের মঙ্গলদিন প্যটেল নামক এক শিক্ষকের বদলির নোটিস এসেছে সম্প্রতি সরকারের তরফ থেকে। তাতেই ভেঙে পড়েছে সমস্ত ছাত্ররা। ভিডিওতেই দেখা মিলল সব খুদেগুলোকে তাদের প্রিয় শিক্ষককে জড়িয়ে ধরে কাঁদতে।

শুধু তাই নয়, সেই শিক্ষকও তাঁর এই খুদেদের ছেড়ে জেতে নারাজ। তিনিও নিজেকে সামলে রাখতে পারছেন না কান্নায়, দেখা গেল ভিডিওতে। সরকার থেকে দেশের প্রায় ৩০০০০ শিক্ষককে বদলি করা হচ্ছে।