Date : 2024-04-18

রোজ ক্লাসে পড়া মুখস্থ করতে আসে এই বানর, দেখুন তার কাণ্ড…

ওয়েব ডেস্ক: রোজ সে নিয়ম করে ক্লাসে আসে। বসে বসে পড়াও শোনে। তবে কাউকে কিন্তু বিরক্ত সে একেবারেই করে না।

“লক্ষী” মেয়ের মতোই বসে থাকে চুপটি করে এক কোণে।

জানেন কার কথা বলছি? একটি ছোট্ট বানর। যে প্রতিদিন নিয়ম করে একদম সময় মতো আসে সে।

অন্ধ্রপ্রদেশের পিয়াপুল্লি মণ্ডলের ভেঙ্গালামপল্লি নামক একটি সরকারি বিদ্যালয়ে বেশকিছুদিন যাবৎ একটি বানর ক্লাসঘরের ভিতর ঢুকে যেত। প্র

থম প্রথম শিক্ষকরা তাকে তাড়ানোর জন্য দরজা জানলা বন্ধ করে রাখতেন। তবুও ঠিক কোনও ফাঁক ফোঁকড় দেখে ঠুকে পড়তেন তিনি। তবে যখন তাঁরা বুঝতে পারেন যে এই বানরটি কারোর কোনও ক্ষতি করবে না তখন স্কুলের প্রধান শিক্ষকই সবাইকে বলেন যে তাকে যেন ঢুকতে দেওয়া হয়।

স্কুলে ছাত্ররাই তাঁর নাম দিয়েছে লক্ষ্মী। কারণ প্রায় ১২ দিন ধরে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সে বসে থাকে, চুপচাপ একদম লক্ষ্মী মেয়ের মতো। রোজ সকালে এসে সে প্রার্থনা শোনে, তারপর ক্লাসের সময় মন দিয়ে পড়া শোনে, আবার টিফিনের সময় বাচ্চাদের সঙ্গে খেলাধুলাও করে।

স্কুল থেকেই ওকে ফল খেতে দেওয়া হয়। তবে স্কুলে প্রধান শিক্ষক বেশ খুশি লক্ষ্মীর ১০০ ভাগ উপস্থিতি নিয়ে।