Date : 2024-04-24

১০ বছর ধরে টাকা জমিয়ে, রাস্তার সারমেয়দের জন্য অ্যাম্বুলেন্স কিনল এই ব্যক্তি…

ওয়েব ডেস্ক: সারমেয়প্রেমে মুগ্ধ নয়, এমন মানুষ কমই পাওয়া যায়। আজ পর্যন্ত অনেক মানুষের নাম উঠে এসেছে যারা রাস্তার সারমেয়দের নিয়ে এসেছে নিজের বাড়িতে।

অথবা তাদের জন্য শেলটারের ব্যবস্থা করেছে। ঠিক তেমনই পুনের বালু উজাগারে প্রায় গত ১০ বছর ধরে টাকা জমিয়েছেন কেবলমাত্র রাস্তার সারমেয়দের অ্যাম্বুলেন্স কেনার স্বার্থে।

ফেলে দেওয়া প্লাস্টিক জড়ো করে তাতে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচান প্রত্যন্ত গ্রামের এই চাষী…

এখন বালুর একটা ভ্যান আছে, যার সাহায্যে এখন তিনি কোনো কুকুর অসুস্থ হলে তাদের সহজেই নিয়ে যেতে পারেন হাসপাতালে। অনেক বছরের স্বপ্ন পূর্ণতা পেল তার। তবে এই পরিষেবার জন্য দরকার যথেষ্ট ফান্ড।

ঘর ভেঙেছে বন্যায়, প্রাণ বাঁচাতে তিনদিন আমগাছেই আশ্রয় কেরালাবাসি এই যুগলের…

তা সবসময় সম্ভব হয়না। তাই অনেক সময় বাড়ির পোষ্যদেরও চিকিৎসায় সাহায্য করেন তিনি। তখন তাদের মাথা পিছু মাত্র ১৫ টাকা করে নেন এবং দেড় কিলোমিটারও যেতে হয় পোষ্যের পরিবারকে।

জল বাঁচানোর তাগিদে তেলেঙ্গানায় কেটে ফেলা হল ১৫০ এরও বেশি ছাত্রীর চুল…

তাতেই উঠে যায় খরচ। এছাড়াও অনেক সময় রোজকার ড্রেসিং বা মলম লাগানোর জন্য ডাক্তারের কাছে না গিয়ে তাদেরকে নিজের বাড়িতেই নিয়ে আসে বালু। এবং চিকিৎসা করে তাদের। এখনও বিনা স্বর্থের লোক এই পৃথিবীতে আছে জেনেও যেন ভালো লাগে।