ওয়েব ডেস্ক: প্রেমের থেকে স্বাস্থ্যকর জিনিস পৃথিবীতে আর দুটো নেই। কিন্তু তা বলে একটা জড় বস্তুর প্রেমে হাবুডুবু খেয়ে, সেটিকে বিয়ের মণ্ডপ অবধি টেনে নিয়ে যাওয়াটা বড্ড বেশি বাড়াবাড়ি কিনা!
তবে প্যয়ার কিয়া তো ডরনা ক্যয়া! এই ভাবনায় অনুপ্রাণিত হয়েই ইউ.কে-র পাস্কাল সেলিক নামক এক মহিলা এমনই এক কাজ করলেন।
নিজের কম্বলকে বিয়ে করলেন তিনি। তাঁর মতে এটাই এমন একটি জিনিস যা পাস্কালের সঙ্গে সর্বক্ষণ থেকেছে। চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে বিয়ে করছেন এই মহিলা তাঁর কম্বলকে।
যদিও বিয়ের দিন কোনোরকম ফ্যান্সি কাপড় পড়বেন না বলেই ঠিক করেছিলেন তিনি। পড়েছিলেন নাইট স্যুটই। তবে আমন্ত্রিতদের কোনও তেমন জামাকাপড় পরার নিয়ম ছিল না। তবে বিয়ের দিন পাস্কালকেই লাগছিল দেখার মতো।
তাঁকে এমন একটা অদ্ভত বিয়ের কারণ জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যায়, তাঁর কম্বলের মতো এতো ভালোবেসে তাকে কোনোদিন কেউ জড়িয়ে ধরেনি।
এতো বছরে কোনো সম্পর্ক এতদিন টেকেনি যতোটা এই কম্বলের সঙ্গে একাত্ম হয়েছেন তিনি। আশা করা যাচ্ছে কম্বলরূপি নতুন বরের সঙ্গে খুব মন দিয়ে সংসার করছেন পাস্কাল।