Date : 2024-04-25

গণপতির উদ্দেশ্যে ২১ কেজির লাড্ডু, নিলামে তার দাম উঠল ১৭ লক্ষ…

ওয়েব ডেস্ক: গণপতি পুজো হবে অথচ লাড্ডু থাকবে না, তা হয় নাকি! তবে সেই লাড্ডু যদি হয় প্রায় ২১ কেজির, তাহলে? হ্যাঁ, ঠিকই পড়ছেন।

এত বড় এই লাড্ডুটি তৈরি হয় হায়দ্রাবাদের একটি পুজোয়। সেই গণপতি পুজোর প্রধান আকর্ষণই ছিল এই লাড্ডুটিই।

প্রতি বছরই এই সময়ই এই লাড্ডু তৈরি হয়, এবং সেটা কে কিনবে তা নিয়ে হয় নিলাম। সেই নিলামেই লাড্ডুটি কিনে নিলেন কোলান রাম রেড্ডি নামক এক ব্যবসায়ী। যদিও সেই নিলামে অংশগ্রহণ করেছিল অনেকেই।

তবে কোলান রাম এই লাড্ডুটি কেনার জন্য খরচ করেছেন, ১৭ লক্ষ ৬০ হাজার টাকা। বিপুল অঙ্কে লাড্ডু কেনার পর লাড্ডু রাখা সেই পাত্রটিকে মাথায় তুলে নেন কোলান।

প্রভুর প্রতি সম্মান দেখানোর উদ্দেশ্যে। গত বছর শ্রীনিবাস গুপ্ত নামের এক ব্যক্তি ১৬ লক্ষ ৬০ হাজার টাকায় ওই গণেশ লাড্ডু কিনেছিলেন।