Date : 2024-04-25

মাত্র ৫ ঘন্টায় ৯জন দৃষ্টিহীনরা তৈরি করল পৃথিবীর সবথেকে বড় পাটের ব্যাগ…

ওয়েব ডেস্ক: ভারত প্রতিভার অভাবে ভোগে না কখনই। দেশের প্রতিটি কোণাতেই আছে এমন কিছু প্রতিভা যা দেশের নাম উজ্জ্বল করার ক্ষমতা রাখে।

ঠিক সেরকমই তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ৯ জন দৃষ্টিহীন মাত্র ৫ ঘন্টায় প্রায় ৬৬ ফিট লম্বা ও ৩৩ ফিট চওড়া একটি পাটের ব্যাগ তৈরি করে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করল।

পৃথিবীর সবথেকে বড় পাটের ব্যাগ বলেই পরিচয় এখন এই ব্যাগটির। একটি রূপান্তরকামী সংস্থার সদস্য এই ৯ জনই। তামিলনাড়ুরই যুবা ফাউন্ডেশন থেকে করা হয়েছে এই অভূতপূর্ব কাজটি। এই কাজটির পছনে আসল কারণটি যদিও অন্য। তাঁরা চায় প্লাস্টিক-বিহীন একটি দেশ গড়ে তুলতে।

এই পাটের মতো জিনিস ব্যবহার যদি করা হয় তাহলে পরিবেশ রক্ষায় অনেকটা সুবিধা হবে। ইকো ফ্রেন্ডলি পরিবেশের জন্য উপায় খুঁজে বের করার জন্য এই প্রচেষ্টা শারীরিক ভারসাম্যহীনদের।