Date : 2024-04-20

‘পদ্ম’ পুরষ্কারে ৯ জন মহিলা ক্রীড়াবিদের নাম পাঠাল ক্রীড়া মন্ত্রক

ওয়েব ডেস্ক : এবারের ‘পদ্ম’ পুরষ্কার প্রস্তাবের ক্ষেত্রে নজির গড়ল ক্রীড়মন্ত্রক।একসঙ্গে ৯ জন মহিলার নাম প্রস্তাব করা হল ক্রীড়া মন্ত্রকের তরফে।যা কার্যত নজিরবিহীন।এবারে পদ্মবিভূষণের জন্য নাম প্রস্তাব করা হয়েছে ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমের।এছাড়া ব্যাটমিন্টন তারকা পি ভি সিন্ধুর নামও পাঠানো হয়েছে পদ্মভূষণের জন্য।তবে ‘পদ্ম’ পুরষ্কার পাওয়া মেরি কমের কাছে নতুন নয়।এর আগে ২০০৬ সালে পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত হন তিনি। এবং ২০১৩ তে অলম্পিকে ব্রোঞ্জ পাওয়ায় পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় এই বক্সারকে।

মেরি কমের আগে পদ্মবিভূষণ পুরষ্কারে ভূষিত করা হয় যাথক্রমে বিশ্বনাথন আনন্দ, সচিন তেন্ডুলকর এবং স্যার এডমন্ড হিলারিকে।ব্যডমিন্টন তারকা পিভি সিন্ধুও ২০১৫ সালে পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত হন।তাছাড়া ২০১৭ সালে পদ্মভূষণে সিন্ধুর নাম প্রস্তাবিত হলেও সেবার পুরষ্কার পাননি তিনি।এবার পদ্মভূষণের জন্য তাঁর নাম মনোনিত করা হয়েছে।তবে শুধু মেরি কম বা পিভি সিন্ধু নয়,তার পাশাপাশি মনোনয়ন পাওয়া মহিলা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, ক্রিকেটার হরমনপ্রীত কৌর, কুস্তিগির ভিনেশ ফোগাট, হকি মহিলা দলের অধিনায়ক রানি রামপাল, পর্বোতারোহী যমজ বোন তাশি এবং নুংশি মালিক, শ্যুটার সুমা শিরুর, টেবিল টেনিস তারকা মণিকা বাত্রা।