Date : 2024-04-26

প্রকাশ্যে এল বিশ্বকাপ ২০২২ এর প্রতীক

ওয়েব ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিযে অবশেষে প্রকাশ্যে এল ২০২২ এর বিশ্বকাপের প্রতীক। কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ২০২২ এর ফুটবল বিশ্বকাপ।নতুন সেই প্রতীকের মধ্যে দিয়েই বেশ কিছু অর্থও ফুটিয়ে তোলা হয়েছে।ফিফা নিজেদের অফিসিয়াল টুইটারে সেই প্রতীকের ছবি প্রকাশ করেছে।এক নজরে দেখে নেওয়া যাক কি কি বিষয় রয়েছে এতে।

৮ অক্ষরের আদলে দেখতে এই প্রতীকে রয়েছে বিভিন্ন ধরনের ছাপ।যেমন দেশের ৮ টি স্টেডিয়াম জুড়ে বসবে বিশ্বকাপের আসর তাই প্রতীকটি দেখতে অনেকটা ৮ এর মতো।প্রতীকটিতে রয়েছে ঢেউয়ের চিহ্ন যা দিয়ে আরবের মরুভূমির তরঙ্গকে বোঝানো হয়েছে।রয়েছে ইনফিনিটির চিহ্নও।এই প্রতীকটির মধ্যে রয়েছে বিশ্বের বেশ কয়েকটি শহরের বিখ্যাত স্থানের ছবি।এছাড়া রয়েছে আরবের ঐতিহ্যশালী শালের নকসাও।কাতারের ৮ টি স্টেডিয়ামের মধ্যে ২ টি উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে।