Date : 2024-04-20

আগাম জামিনের জন্য ফের হাইকোর্টে আপিল রাজীবের, মামলার শুনানি বুধবার…

কলকাতা: আলিপুর জজ কোর্টে আগাম জামিনের আবেদন পত্রপাট খারিজ হয়ে যাওয়ার পর কলকাতা হাইকোর্টে ফের আবেদন করলেন প্রাক্তন নগরপাল। কিন্তু সেই মামলার শুনানি কিছুটা পিছিয়ে গেল। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার মামলার শুনানি হবে। বুধবার বেলা আড়াইটে থেকে ডিভিশন বেঞ্চে বিচারপতি সহিদুল্লা মুন্সি ও বিচারপতি শুভাশিষ দাশগুপ্ত এই মামলার শুনানি। মঙ্গলবার রাজীবের আইনজীবী আদালতে দ্রুত শুনানির আর্জি জানান। সেই আর্জি এদিন ডিভিশন বেঞ্চ খারিজ করে দেন। পাশাপাশি বিচারপতি দাশগুপ্ত রাজীবের আইনজীবীর উদ্দেশ্যে বলেন অবিলম্বে সিবিআইয়ের কাছে আত্মসমর্পন করুন, যা শুনে অস্বস্তিতে পড়ে যান তার আইনজীবী।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের সিঙ্গিল বেঞ্চের তরফে রাজীব মামলার রায় রাজীবের উপর থেকে আইনি রক্ষাকবজ সরিয়ে নেওয়া হয়। জানানো হয়, সিবিআই ইচ্ছে করলে রাজীব কুমারকে জেরা করতে পারে। সিঙ্গিল বেঞ্চের এই রায়ের পর রাজীব কুমার বারাসত আদালত, আলিপুর আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেন কিন্তু হাইকোর্টের নির্দেশের উপর দিয়ে কেউ রায়দান করেনি। কিন্তু এবার রাজীব কুমারের আইনজীবী সিঙ্গিল বেঞ্চের বদলে ডিভিশন বেঞ্চে আপিল করেছেন। এদিকে সোমবার ফের রাজীব কুমারের ৩৪ নম্বর পার্ক স্ট্রিটের বাড়িতে রোজভ্যালি তদন্তের কারণে নোটিস দিতে পৌঁছে যায় সিবিআই-এর একটি টিম। এর আগে রবিবার রাজীবকে সারদাকাণ্ডের জন্য হাজিরা দিতে বলা হয়েছিল সিবিআইয়ের তরফে। কিন্তু সেই বারেও হাজিরা এড়িয়ে যান প্রাক্তন নগরপাল। সিবিআই সূত্রের খবর এরপরেও রাজীব কুমার সিবিআইকে একটি ইমেল-এর মাধ্যমে জানিয়ে দেন তিনি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে আছেন। ছুটি শেষ হলেই তিনি সিবিআই-এর সঙ্গে দেখা করবেন। প্রায় দেড় সপ্তাহ ধরে সিবিআই ও গোয়েন্দা প্রধানের মধ্যে লুকোচুরি খেলা চলছে। আইনি রক্ষাকবচ সরিয়ে নেওয়ার পর হন্যে হয়ে রাজীব কুমারকে খুঁজছে সিবিআই। এরমধ্যে আলিপুর জেলা জজ কোর্ট, বারাসত কোর্টে রাজীবের আইনজীবী আগাম জামিনের জন্য আবেদন করেও লাভ হয়নি। তাই বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় কি হয় তার দিকে তাকিয়ে উভয় পক্ষ।