ওয়েব ডেস্ক: নাম হেইদি সাদিয়া। বয়স মাত্র ২২। সম্প্রতিই তিনি কেরালার একটি স্থানীয় সংবাদ মাধ্যমে নিযুক্ত হয়েছেন একজন সাংবাদিক।
এটা আবার এমন কি বড় কথা। তবে হেইদির বিষয়টা কিন্তু একেবারেই অন্য। তিনি হলেন একজন রূপান্তরকামী।
হেইদিই প্রথম রূপান্তরকামী এই ভারতে, যিনি একটি সংবাদ মাধ্যমে কাজ করছেন একজন সঞ্চালিকা হিসেবে। তবে তাঁর জীবনের পথটা খুব সহজ ছিল না। এমন কি এখনও নয়। তাঁর এই যৌন স্বাধীনতাকে মেনে নিতে পারেননি হেইদির বাড়ির লোক।
হেইদি মনে করেন একমাত্র এমনই একটি পেশা যা হেইদিকে কোনোদিন কম মনে হতে দেবেনা। বাড়ি থেকে এই বিষয়ে সমর্থন না করলেও হেইদি কোনোদিনই নিজের কাছে হেরে জাননি। নিউজরুম তাঁর কাছে দ্বিতীয় বাড়ি। সম্প্রতিই সেই চ্যানেলে চন্দ্রায়ন ২-এর বিষয়ে অ্যাঙ্কারিং করতে দেখা যায় হেইদিকে।
তখন থেকেই সারা দেশের মানুষের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেতে শুরু করে সে। LGBTQদের জন্য এক আওয়াজ হয়ে উঠতে চায় সে।