Date : 2024-04-23

আইএনএক্স মিডিয়া মামলা ১৫ দিনের জেল হেফাজত চিদম্বরমের

ওয়েব ডেস্ক : আইএনএক্স মিডিয়া মামলায় ১৫ দিনের জন্য তিহার জেলে পাঠানো হবে চিদম্বরমকে।এমনই সিদ্ধান্ত নিয়েছে আদালত।তবে তিহার জেলে না যাওয়ার তীব্র আপত্তি সত্বেও চিদম্বরমের কথা শুনল না কোর্ট।এই মামলায় এমনিতেই ১৭ দিন ধরে সিবিআইয়ের হেফাজতে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।তবে এত কিছুর পরেও সামান্য স্বস্তি চিদম্বরমের কাছে।

আরও পড়ুন: ২৬ হাজারের অটোর ফাইন ৪৭ হাজার ৫০০ টাকা

এয়ারসেল ম্যাক্সিস মামলায় তাকে অর্ন্তবর্তী জামিন দিয়েছে আদালত।১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দিয়েছে দিল্লির একটি আদালত।আইএনএক্স মিডিয়া মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন পিটার মুখার্জী এবং ইন্দ্রানী মুখার্জী।সেপ্টেমবরের ১৯ তারিখ পর্যন্ত চিদম্বরমের ঠিকানা এশিয়ার বৃহত্তম তিহার জেলের ৯ নাম্বার ওয়ার্ডের ১ নাম্বার কক্ষ।