Date : 2024-04-24

চন্দ্রভাগা অভিযানে গিয়ে হৃদরোগে মৃত্যু বাংলার পর্বোতারোহীর

ওয়েব ডেস্ক : পর্বোতারোহনের নেশা কেড়ে নিল আরও একটি প্রাণ। চন্দ্রভাগা অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত বাংলার পর্বোতারোহী সাহেব সাহা। হিমালয়ের স্বচ্ছতার বার্তা নিয়ে অন্যান্য অভিযাত্রীদের সঙ্গেই বেরিয়েছিলেন নদিয়ার যুবক সাহেব সাহা।জানা গেছে, ১৪ হাজার ফুট ওপরে উঠে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তার।১০ সেপ্টেমবর নেচার লাভার্স অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে ১৩ জনের একটি দল রওনা দেয় মানালির উদ্দেশ্যে।

আরও পড়ুন : বাজারে এল মশা তাড়ানোর সিলিং ফ্যান

তাদের মধ্যেই ছিলেন নদিয়ার সাহেব সাহা।পরিবারের পক্ষ থেকে জানা গেছে শেষ ১৪ ই সেপ্টেমবর ফোনে শেষ কথা বলেন সাহেব সাহা। ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন সাহেবের মা। প্রশাসনের তরফে দ্রুত দেহ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশে আপাতত রাখা রয়েছে পর্বোতারোহী সাহেব বাবুর দেহ।দেহ যাতে দ্রুত ফিরিয়ে আনা যায় তার বন্দোবস্তের জন্য জেলাশাসক থেকে মন্ত্রী উজ্বল বিশ্বাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে নেচার লাভার্স অ্যান্ড অ্যাডভেঞ্চার লাভার্স অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে ।