Date : 2024-04-26

পুজোর আগে শহরে জুয়ার ঠেকে পুলিশি অভিযান, জালে নামী রেস্তোরাঁর মালিক….

কলকাতা: দুর্গাপুজোর আগে কলকাতায় জুয়ার ঠোক উচ্ছেদ অভিযান চালাল কলকাতা পুলিশ। শনিবার শহরের তিনটি স্থানে অভিযান ‘পোকার’ খেলার সময় আটক করা হল শহরের জনপ্রিয় রেস্তোরাঁ-র মালিক পারভেজ আখতার সহ ৭ জনকে। ৩ রা অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। দেশে ‘পোকার’ খেলা নিষিদ্ধ, সেই জুয়া খেলার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সেখান থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় পুলিশ। সূত্রের খবর, পারভেজ আখতারের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পেলে তবেই তাকে গ্রেফতার করা হতে পারে। উল্লেখ্য, গত ১৫ অগস্ট রাতে শেক্সপিয়র সরণিতে জাগুয়ার দুর্ঘটনাকাণ্ডে আরসালানের মালিক পারভেজ আখতারের ছেলে রাঘেব পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। রাস্তার ক্রসিংয়ের মুখে সিগনাল ভেঙে প্রচণ্ড গতিতে আসা রাঘেবের জাগুয়ার গাড়িটি প্রথমে সরাসরি গিয়ে ধাক্কা মারে পার্ক স্ট্রিটের দিক থেকে মিন্টো পার্কের দিকে যাওয়া একটি মার্সিডিস গাড়ির ডানদিকের মাঝ বরাবর। এরপরই জাগুয়ার গাড়িটি গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা ট্রাফিক কিয়স্কে। সেই সময়ে কিয়স্কের নিচে দাঁড়িয়ে ছিলেন তিন জন। তাঁরা তিন জনই বাংলাদেশি নাগরিক বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার পর ফের জুয়া কাণ্ডে শহরের নামী রেস্তরাঁর মালিকের নাম উঠে এলো।