Date : 2024-04-16

ট্রাক ড্রাইভারকে ১.৪১ লক্ষ টাকা জরিমানা দিল্লি ট্রাফিক পুলিশের

ওয়েব ডেস্ক : নতুন নিয়ম চালুর পর থেকে যেমন কড়া হয়েছে ট্রাফিক পুলিশ,তেমনই পাল্লা দিয়ে বেড়েছে চালানের সংখ্যা।সঙ্গে বেড়েছে জরিমানার পরিমানও।এবার ওভারলোডিংয়ের জন্য এক ট্রাক ড্রাইভারকে ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা ফাইন করল দিল্লি পুলিশ।ট্রাকটির মালিক ভগবান রাম নামের ওই ব্যক্তি দিল্লির রোহিনী কোর্টে গিয়ে চালানের অর্থ জমা দেন।ট্রাফিক আইন নিয়ে নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে দেশ জুড়ে শুরু হয়েছে ধরপাকড়।দেশের বিভিন্ন জায়গাতে মোটা টাকার জরিমানাও দিতে হয়েছে ট্রাফিক আইন ভঙ্গ করার জেরে।তবে এত বেশি জরিমানার জেরে বেশ ক্ষুব্দ্ধ পরিবহন অস্যোশিয়েশন।তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আইন ভঙ্গকারীকে সমর্থন না করলেও,এত মোটা জরিমানার বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন তারা।

এর আগেও সেপ্টেমবরে এই নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে গুরুগ্রামে এক ট্রলি ড্রাইভারকে মদ্যপান করে গাড়ি চালানো এবং প্রয়োজনীয় নথি না দেখাতে পারার দরুণ ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া ওড়িশার সম্বলপুরে নাগাল্যান্ডের এক ট্রাক ড্রাইভারকে ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।প্রতিদিন দিল্লি ট্রাফিক পুলিশের তরফে প্রায় ৫ হাজার চালান কাটা হয় বিভিন্ন ট্রাফিক নিয়ম ভঙ্গ করার কারণে।