ওয়েব ডেস্ক: দুষণে ক্রমশ মুখ ঢাকছে সভ্যতা। কার্বনের গ্রাস চলে গিয়েছে পৃথিবীর বায়ুমণ্ডল। সেখানে পৃথিবীকে দূষণহীন পথ দেখাতে পারে লিথিয়াম আয়ন ব্যাটারি। সেই লিথিয়াম ব্যাটারীর আবিষ্কর্তা ৩ বিজ্ঞানীকে এবার সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হল। ২০১৯ সালে নোবেল পুরষ্কারে ভূষিত হতে চলেছেন বি গুডএনাফ, এম স্ট্যানলে এবং আকিরা ইয়োশিনো।বর্তমানে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন মার্কিন বিজ্ঞানী জন বি গুডএনাফ। অন্যদিকে তাঁর সহকর্মী ব্রিটিশ রসায়নবিদ এম স্ট্যানলে বর্তমানে বিঙহ্যামটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
অপর বিজ্ঞানী আকিরা ইয়োশিনো জাপানের মেজিয়ো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। লিথিয়াম ব্যাটারির তড়িৎদ্বরের ক্ষয় হয় না রাসায়নিক কারণে। তাছাড়া দ্রুত চার্জ নেয় ও ব্যাটারী গরম হয়ে যাওয়ার সম্ভবনা কম। খুব সহজেই এই ব্যাটারীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসার পর থেকেই লিথিয়াম ব্যাটারীর প্রভাব ক্রমশ বেড়েছে। এখন গাড়িতেও এই ধরণের ব্যাটারী ব্যবহারের দিকে ঝুঁকছে। দুষণমুক্ত পৃথিবী গড়তে এই ব্যাটারী অপরিহার্য। এই ব্যাটারীর আবিষ্কর্তা তিন বিজ্ঞানীদের নোবেল পুরষ্কারে ভূষিত করা হবে।