ওয়েব ডেস্ক: মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩৫ জন তীর্থযাত্রীর। সৌদি আরবের কাছে পণ্যবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই যাত্রী বোঝাই বাসের। দুটি গাড়ির গতিবেগই প্রবল থাকায় সংঘর্ষে ভয়ানক ক্ষতিগ্রস্থ বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান বিদেশি নাগরিকরা। বাকি ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ মদিনা শহর থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখলা গ্রামের কাছে হাজিরা সড়কে ৩৯ জন তীর্থযাত্রীবাহী একট বাসের ম্যাটাডোরের সঙ্গে সংঘর্ষ হয়।
স্থানীয় সংবাদ সূত্রে খবর, বাসটিতে অধিকাংশ যাত্রীরাই ছিল এশিয়া ও আরবের অধিবাসী। তবে এদের মধ্যে কোন ভারতীয় বা বাংলাদেশী আছে কিনা তা জানা যায়নি। আহতদের আল হামনা হাসপাতালে দ্রুত চিকিৎসার মাধ্যমে সুস্থ করার চেষ্টা চলছে। তবে উদ্ধারকারীদের মত আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।