Date : 2024-04-24

২০১৯ বুকার প্রাইজ প্রাপক যৌথ ভাবে ২ জন

ওয়েব ডেস্ক : নোবেলের পাশাপাশি এবার প্রকাশিত হল বুকার প্রাইজ প্রাপকের নামও। এবারে ১ জন নয় এক সঙ্গে ২ জন পাচ্ছেন বুকার প্রাইজ।যার একজন মার্গারেট অ্যাটউড এবং অপরজন হলেন বারনারডাইন এভারিস্টো।সোমবার ঘোষণা করা বুকার প্রাইজ প্রাপকদের নাম।৬ জন লেখকের মধ্যে থেকে বেছে নেওয়া হয় ২ জনকে। অ্যাটউড তার বই দ্যা টেস্টামেন্টস এবং এভারিস্টো তার বই গার্ল, ওম্যান, আদার’ বইয়ের জন্য পুরষ্কৃত হন। এই নিয়ে তৃতীয়বার একত্রে আরও দুজনকে বুকার প্রাইজে সম্মানিত করা হল।

যদিও ১৯৯৩ সালের একটি আইনে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছিল যে এই প্রাইজের পুরষ্কার ভাগ করা যাবে না।কিন্তু বিচারকদের পক্ষ থেকে জানানো হয যে এই বইগুলির ব্যাপারে তারা কোন সিদ্ধান্ত নিতে পারছিলেন না।দীর্ঘ ৫ ঘন্টা ধরে ৬ টি বইকে পর্যালোচনা করার পর কোন বইটিকে বিজয়ী হিসেবে ঘোষণা করা যাবে সেই সিদ্ধান্ত নিতে পারা যাচ্ছিল না।তাই বুকার প্রাইজ কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে একত্রে ন্যাডাইন গর্ডিমার এবং স্ট্যানলি মিডলটনকে একত্রে বুকার প্রাইজ দেওয়া হয়েছিল ১৯৭৪ সালে।এবং ১৯৯২ সালে দেওয়া হয়েছিল মাইকেল ওনডাজতে এবং ব্যারি আনসওয়ার্থকে।তবে অ্যাটউডের কাছে এটি দ্বিতীয় বুকার প্রাইজ।এবং এবছর প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে বুকার প্রাইজ জিতেছেন এভারিস্টো।প্রাইজের অর্থমূল্য ভাগ করে দেওয়া হবে দুজনের মধ্যে।