ওয়েব ডেস্ক: অঙ্কুরোদগমের প্রচেষ্টায় সফল হয়েছে চীন। এবার চাঁদের বুকে প্রাণী পাঠাতে চায় তারা। ২০১৯ সালে চাঁদের পৃষ্ঠে নেমেছিল চীনের মহাকাশযান চ্যাংই-৪। চাঁদের বুকে থাকা অবস্থায় তুলোর অঙ্কুরোদগম করেছিল সেই মহাকাশ যানটি। এবার চাঁদে প্রাণী পাঠানোর প্রচেষ্টা করেছে চীন। তার জন্য বেছে নেওয়া হয়েছে একটি কচ্ছপকে। এক্ষেত্রে চীনই প্রথম এই কৃতিত্বের অধিকারী হতে চলেছে। এই গবেষণায় নিযুক্ত চঙ্গাকিং বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন গবেষণায় নিযুক্ত জি জেঙ্গসিন।
পৃথিবীর আন্তর্জাতিক স্পেস স্টেশনে অঙ্কুরোদগম ঘটিয়ে উদ্ভিদের জন্ম ঘটানো সম্ভব হলেও, এখনও পর্যন্ত প্রাণীর জন্ম সম্ভব হয়নি। গবেষণায় উঠে এসেছে মহাকাশ যানের মধ্যে যে অক্সিজেন থাকে তাতে ২০ দিনের বেশি একটি প্রাণী বেঁচে থাকা সম্ভব নয়। এবার তাই বেশি অক্সিজেন ধারণ ক্ষমতা সম্পন্ন মহাকাশ যান তৈরি করতে চলেছে চীন। চাঁদের বুকে চীনের এই পরীক্ষা সফল হলে গবেষণার ক্ষেত্রে অনেক বড় দরজা খুলে যেতে পারে।