Date : 2024-04-23

ই-কমার্সে মেগা সেল,৬দিনে ১৯ হাজার কোটির ব্যবসা অ্যামাজন, ফ্লিপকার্টের

ওয়েব ডেস্ক : ৬ দিনে প্রায় ১৯ হাজার কোটি টাকার ব্যবসা করল ইকমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট। উৎসবের দিনগুলিতে দেদার কেনাকাটায় মজে ভারতবাসী।বিভিন্ন ই কমার্স সাইটে পাওয়া যায় দেদার ছাড়।এবার দুই সংস্থার তরফে মিলেছিল দেদার ডিসকাউন্ট।তা হাতছাড়া করেনি আমজনতা।আর ৬ দিনে বিপুল ব্যবসা করেছে দুই সংস্থা।একটি বেসরকারী সংস্থার তথ্যে জানা গেছে দুই সংস্থার ২৯ সেপ্টেমবর থেকে ৪ ই অক্টোবর পর্যন্ত প্রায় ১৯ হাজার কোটি টাকার ব্যবসা করেছে।এদিকে অ্যামাজনের তরফ থেকে জানা গেছে তাদের ইকমার্স সাইট প্রায় ৭৫০ কোটি টাকার ব্যবসা করেছে ৩৬ ঘন্টায়।বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনের বিক্রি তাদের ব্যবসায় মুনাফা করতে সাহায্য করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন :পুজোর আগেই সুখবর, ৫৪ হাজার কোটি টাকা সুদ হিসাবে জমা পড়ছে ইপিএফ অ্যাকাউন্টে

তবে এখানেই শেষ নয় দীপাবলী উপলক্ষ্যে আগামী ১৩ থেকে ১৭ তে অ্যামাজন এবং ১২ থেকে ১৬ পর্যন্ত ফ্লিপকার্টে পাওয়া যাবে মেগা অফার।বিশেষজ্ঞদের মতে এই দুই ই-কমার্স সংস্থা শুধুমাত্র অক্টোবরেই প্রায় ৩৯ হাজার কোটি টাকার ব্যবসা করতে পারে বলে অনুমান।