মুর্শিদাবাদ:- জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, তদন্তে নেমে পুলিশ আটক করল নিহত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের বাবা ও বন্ধুকে। শুক্রবার রাতে নিহত শিক্ষকের বাবা অমর পাল ও তার বন্ধু সৌভিক বনিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার তদন্তে নেমে বীরভূমের রামপুরহাটে বন্ধুপ্রকাশের বন্ধু সৌভিক বনিকের বাড়িতে তল্লাশি করে পুলিশ। বাড়িতে সৌভিককে না পেয়ে সিউড়িতে তার ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়িতে না থাকলেও এলাকা থেকেই সৌভিক সহ আরও দুজনকে পাকড়াও করে পুলিশ।
একইদিনে সাগরদিঘির বাড়ি থেকে বন্ধুপ্রকাশের বাবাকেও আটক করে পুলিশ। সেইদিনই লেবুবাগানের ঘটনাস্থলে তদন্ত চালায় পুলিশ। পরে মুর্শিদাবাদ পুলিশ সুপার শ্রী মুকেশ বলেন, “সন্দেহের ভিত্তিতে এ দিন রাতে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পরে তাদের মধ্যে দু’জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দু’জনের জিজ্ঞাসাবাদ এখনও চলছে। খুব দ্রুত তদন্তের জাল গুটিয়ে আনতে পারব বলেই আমাদের আশা।” সিআইডি-এর একটি দল পৌঁছে যায় জিয়াগঞ্জের ঘটনাস্থলে। সেখান থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করছেন তারা। সিআইডি-র তরফে জানানো হয় পুলিশের পাশাপাশি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সহায়তা করবে সিআইডি।