Date : 2021-10-16

পঞ্চমীর বিকেলে আগুন! শহরের একটি শপিং মলে আতঙ্ক ছড়াল….

কলকাতা: শেষবেলার কেনাকাটায় বিপর্যয়। অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ালো শহরের একটি নামী শপিংমলে। সল্টলেকের এএমপি বৈশাখি মলে আগুন লেগেছে। দাহ্য বস্তু থাকায় খুব সহজে শপিং মলে আগুন ছড়িয়ে পড়ে। বেশ কয়েকবার বেসমেন্ট থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বস কয়োকটি ইঞ্জিন।

শপিং মলের উপরে আবাসন থাকায় আগুন ছড়িয়ে পড়ার ভয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।

আবাসন থেকে ইতিমধ্যে নামিয়ে আনা হয়েছে বাসিন্দাদের। এছাড়াও শপিং মলের কাছেই রয়েছে একটি পুজো মণ্ডপ। আগুন সেখানেও ছড়িয়ে পড়ার সম্ভবনা দেখা দিয়েছে। যদিও বা আগুন ততটা ভয়ানক অবস্থায় পৌঁছায়নি। বেসমেন্টর ভিতরে বেশ কয়েকটি গাড়ি রয়েছে সেগুলিতে আগুন লাগার সম্ভবনা রয়েছে। বিষ্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া গেছে বাইরে থেকেও।