ওয়েব ডেস্ক : এবার থেকে দিতে হবে প্রতি আউটগোয়িং কলের ক্ষেত্রে দিতে হবে চার্জ।এমনটাই হতে চলেছে জিওর ক্ষেত্রে।জিও থেকে অন্যান্য নেটওয়ার্কে কলের ক্ষেত্রে প্রতি মিনিটে গুনতে হবে ৬ পয়সা।তবে জিও থেকে জিওতে কল করার ক্ষেত্রে কোন রকম চার্জ দিতে হবে না উপভোক্তাদের।তবে হঠাৎ করে কেন এই চার্জ? জানা গেছে অন্য নেটওয়ার্কে কল করার ক্ষেত্রে ইন্টারকানেক্ট ইউজেস চার্জ হিসেবে ৬ পয়সা প্রতি মিনিটে কেটে নেওয়া হয়। যার জেরে গত তিনবছরে আইইউসি চার্জ হিসেবে প্রায় ১৩,৫০০ কোটি টাকা দিতে হয়েছিল জিওকে।তাই ঘাড় থেকে অতিরিক্ত বোঝা কমাতে এবার অন্যান্য নেটওয়ার্কের ক্ষেত্রে চার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে বৃহত্তর এই টেলিকম নেটওয়ার্ক সংস্থা।এর জন্য অতিরিক্ত টপ আপও বাজারে আনতে চলেছে জিও। একনজরে দেখে নেওয়া যাক তাদের মূল্য এবং সুবিধা।নতুন আইইউসি প্ল্যান হিসেবে কত টাকা রিচার্জ করতে হবে দেখে নেওয়া যাক।
১০ টাকার রিচার্জে মিলবে ১২৪ মিনিট অন্যান্য নেটওয়ার্কের জন্য এবং ১ জিবি ডেটা।২০ টাকার রিচার্জের ক্ষেত্রে পাওয়া যাবে ২৪৯ মিনিট অন্যান্য নেটওয়ার্কের জন্য এবং ২ জিবি ডেটা।৫০ টাকার প্ল্যানে মিলবে ৬৫৬ মিনিট অন্যান্য নেটওয়ার্কের জন্য এবং ৫ জিবি ডেটা।১০০ টাকার প্ল্যানে মিলবে ১৩৬২ মিনিট অন্যান্য নেটওয়ার্কের জন্য এবং সঙ্গে ১০ জিবি ডেটা।