Date : 2024-03-29

মাধ্যমিক পাশ হলে চাকরি ভারতীয় উপকূল রক্ষা বাহিনীতে, আবেদন করতে ক্লিক করুন…

ওয়েব ডেস্ক: ভারতীয় উপকূল রক্ষা বাহিনীতে নিয়োগের ঘোষণা করা হয়েছে। ট্রেনিং দিয়েই বেশ কিছু নাবিক নিযুক্ত করা হবে উপকূল রক্ষা বাহিনীতে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হলেই হবে। শুধু মাত্র দশম শ্রেনী উত্তীর্ণ হলেই ডোমেস্টিক কুক ও স্টুয়ার্ড পদে নিয়োগ করা হবে। তবে শুধুমাত্র ছেলেরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ট্রেনিং শুরু হবে ২০২০ সালের জানুয়ারির ব্যাচ থেকে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর অফিসিয়াল সাইটে।

আবেদন করার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য,

উচ্চতা:- ১৫৭ সেমি

ওজন:- উচ্চতা অনুযায়ী (কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী উপজাতিদের ক্ষেত্রে ছাড়)
বুকের ছাতি অন্তত ৫ সেমি ফলানোর ক্ষমতা থাকা চাই।

দৃষ্টি শক্তি :- ভালো খারাপ উভয় চোখেই ৬/৩৬ হতে হবে।

শ্রবণ ক্ষমতা স্বাভাবিক থাকতে হবে।

বয়স:- ১-০৪-২০২০ তারিখের মধ্যে ১৮ থেকে ২২-এর মধ্যে হতে হবে।

বয়সে তফসিলিরা ৫ এবং ও বি সি রা ৩ বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর। তবে কোস্টগার্ডে কর্মরত অবস্থায় মৃত ব্যক্তির সন্তানের ক্ষেত্রে, তফসিলি জাতি- উপজাতির ক্ষেত্রে, এই নম্বর ৫ শতাংশ কম হলেও চলবে।

দরখাস্ত করবেন উপকুল রক্ষা বাহিনীর এই ওয়েব সাইটের মাধ্যমে।

www.joinindiancoastguard.com

চাকুরি প্রার্থীর চালু মোবাইল নম্বর থেকেই করতে হবে দরখাস্ত।

অনলাইনে দরখাস্ত করা যাবে ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত।

অনলাইনে আবেদন করার সময় অবশ্যই প্রার্থীর JEPG ফর্ম্যাটে স্কান করা ফটো লাগবে। (১০ থেকে ৪০ kb সাইজ)

ছবির সঙ্গে থাকতে হবে সই থাকবে ১০ থেকে ৩০ kb সাইজের মধ্যে।

দরখাস্ত করার পর একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন, সেই নম্বরটি নিজের কাছে রাখুন, অ্যাডমিট কার্ড ডাউন লোড করার সময় লাগবে। এছাড়া দরখাস্তের দু কপি প্রিন্ট আউট রাখবেন। এর মধ্যে এক কপি নিয়ে জেতে হবে পরীক্ষার হলে।

পরীক্ষা:- প্রাথমিক ভাবে সফল হওয়া প্রার্থীদের প্রিলিমিনারি মেডিক্যাল এক্সামিনেশন, লিখিত পরীক্ষার মাধ্যমে।

প্রশ্নপত্র হবে, কোয়ান্টেটিভ অ্যাপ্টিটিউড, ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স, ইংলিশ ও জেনারেল অ্যাওয়ারনেন্সের, রিসিনিংস (ভার্বাল ও নন ভার্বাল)।

পশ্চিমবঙ্গের প্রার্থীদের পরীক্ষাকেন্দ্র হবে কলকাতায়।