ওয়েব ডেস্ক : কলকাতা মেট্রো রেল কর্পোরেশন চুক্তিভিত্তিক ল এক্সিকিউটিভ পদে লোক নিচ্ছে।ল এ গ্রাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারেন এই পোস্টের জন্য।এক নজরে দেখে নেওয়া যাক কি কি যোগ্যতা প্রয়োজন এই পদে আবেদন করার জন্য।ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৭ ই নভেম্বর।
বয়স- এই পদে আবেদন করার জন্য প্রারপ্থীদের ন্যুনতম বয়স হওয়া প্রয়োজন ৩৫ এবং সর্বাধিক ৬০ বছর বয়স অবধি আবেদন করা যেতে পারে।
যোগ্যাতা- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক।
অভিজ্ঞতা- ৫ বছরে কোর্টে প্র্যাকটিস অথবা কোন সরকারী সংস্থায় ল এক্সিকিউটিভ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-৫০,০০০
বিস্তারিত তথ্যের জন্য
নাম ঠিকানা অভিজ্ঞতার যাবতীয় কাগজপত্র সহ আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়-
ম্যানেজিং ডিরেক্টর কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, কেএমআরসিএল ভবন, এইচআরবিসি অফিস কমপাউন্ড, মুন্সি প্রেমচাঁদ সরণী, কলকাত -৭০০০২১ এ।