Date : 2024-03-29

আইপিএলে প্রথম মহিলা ম্যাসাজ থেরাপিস্ট নিয়োগ আরসিবির

ওয়েব ডেস্ক : আইপিএল ক্রিকেটে এই প্রথম কোন মহিলা ম্যাসাজথেরাপিস্ট নিয়োগ করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।নবনীতা গৌতম নামের ওই ফিজিও থেরাপিস্টকে নিয়োগ করেছে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স।হেড ফিজিওথেরাপিস্ট ইভান স্পিচলি এবং স্ট্রেনথ্ এবং কন্ডিশনিং কোচ শঙ্কর বসুর তত্ববধানে কাজ করবেন নবনীতা। এবিষয়ে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের ফ্র্যাঞ্চাইজি চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা জানিয়েছেন, এই মূহূর্তের সাক্ষী হতে পেরে আমি খুশি, এবং সঠিক পথের দিকে এটি আরও একটি পদক্ষেপ’।

আরও পড়ুন : চিন থেকে জাতীয় পতাকা আমদানী বন্ধ করল কেন্দ্র

তবে শুধু ম্যাসাজ থেরাপি নই, এর পাশাপাশি বদল ঘটানো হচ্ছে সাপোর্ট স্টাফেও।ডিরেক্ট অফ ক্রিকেট পদে নিয়ে আসা হয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসনকে।গ্যারি কাস্টেনের বদলে কোচ হিসেবে নিয়ে আসা হচ্ছে সাইমন কাটিচকে।সার্বিক পরিবর্তনের প্রভাব কি দলকে পারফর্ম্যান্স বাডা়তে পারবে এখন এটাই দেখার বিষয়।