Date : 2020-02-26

টেস্টে ব়্যাঙ্কিং প্রকাশ, উঠে এলেন রোহিত, মায়াঙ্ক

ওয়েব ডেস্ক : আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ে এবার অনেকটাই ওপরে উঠে এলেন রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগরওয়াল।সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অনবদ্য পারফর্মান্সের জেরে ৩৬ ধাপ ওপরে উঠলেন রোহিত।বর্তমানে টেস্টে তার ব়্যাঙ্কিং ১৭ তম স্থানে।তার পাশাপাশি মায়াঙ্ক ও উঠে এসেছেন ব়্যাঙ্কিংয়ে।

টেস্টে দ্বিশতরানের জেরে তার ব়্যাঙ্কিং এখন ২৫।তবে দুজনের জন্য ভালো খবর থাকলেও কোহলির কিন্তু আছেন সেই দ্বিতীয় স্থানেই।তার চেয়ে অনেকটাই এগিয়ে স্টিভ স্মিথ।এর পাশাপাশি বোলারের তালিকাতেও ঘটেছে বেশ কিছু পরিবর্তন।প্রথম দশে ঢুকে পড়েছেন রবিন্দ্র চন্দ্র অশ্বিন।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক টেস্টে তিনি নিয়েছেন ৮ উইকেট।তা ছাড়া অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জাদেজা।