কলকাতা: ফের অফিস টাইমে মেট্রোয় ঝাঁপ। সোমবার সকালে গীতাঞ্জলি মেট্রো স্টেশনে ঝাঁপ দিলেন এক যুবক। এর ফলে অফিস টাইমে প্রবল সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। ঘটনাস্থল থেকে মৃত যুবককে উদ্ধার করার জন্য থার্ড লাইলে বন্ধ করে দিতে হয় বিদ্যুৎ সংযোগ। সূত্রের খবর, সকাল ৯টা নাগাদ দমদমগামী একটি মেট্রো গীতাঞ্জলি স্টেশন ছাড়ার সময় আচমকাই মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই যুবক। আপৎকালীন মেট্রো ব্রেক কষে মেট্রো থামানো গেলেও বাঁচানো যায়নি ওই যুবককে। এরপরে তাকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে।
তবে মৃত যুবকের আত্মহত্যার কারণ এমনকি নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনার জেরে প্রায় ১ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত। এদিকে নোয়াপাড়া থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত সচল ছিল পরিষেবা। এদিকে উত্তর কলকাতায় টালা ব্রিজ বন্ধ থাকায় ব্যাপক সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা। তাদের অধিকাংশেরই এখন ভরসা মেট্রো। এদিকে ব্যস্ত এমন ঘটনা ঘটায় সমস্যার মুখে পড়েন যাত্রীরা। মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকায় প্রতিটি স্টেশনেই ভিড় বাড়তে থাকে। বিকল্প রাস্তায় অফিস পৌঁছাতে নাজেহাল অবস্থা হয় যাত্রীদের।