Date : 2024-02-21

ইডেনে ‘পিঙ্ক ম্যানিয়া’ এবার ক্রিকেটারদেরও, গোলাপি বল নিয়ে ঘুমালেন রাহানে….

ওয়েব ডেস্ক:- শুক্রবার থেকে ইডেনে শুরু ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ। এই প্রথম ভারতের মাটিতে গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলা হবে। গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী ক্রিকেটাররাও। আজিঙ্কে রাহানের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ‘পিঙ্ক ম্যানিয়া’য় তিনিও পাশে গোলাপি বল নিয়ে ঘুমাচ্ছিলেন। সেই সঙ্গে টুইট করে রাহানে লিখেছেন, ইতিমধ্যেই ঐতিহাসিক গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন দেখছি।

ছবি পোস্ট করতেই ভাইরাল হল। এদিন ম্যাচ নিয়ে উত্তেজনায় টিম ইন্ডিয়া ট্যুইট করে বলে, মাঠে নামার জন্য তৈরি টিম ইন্ডিয়া। প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।