Date : 2024-04-24

লন্ডন ব্রিজে ছুরি নিয়ে জঙ্গি হামলা, নিহত ৩…

ওয়েব ডেস্ক:- ছুরি নিয়ে পথচারীদের উপর ঝাঁপিয়ে পড়ল জঙ্গিরা। শুক্রবার লন্ডন ব্রিজের উপর এই হামলায় উষ্কে দিয়েছে দু বছর আগের স্মৃতি। লন্ডনের জাতীয় স্বাস্থ্য পরিষেবা সূত্রে খবর, নিহত হয়েছেন কমপক্ষে ৩ জন। ৫ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পাল্টা পুলিশের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন সশস্ত্র জঙ্গির। লন্ডন পুলিশের সন্ত্রাস দমন শাখার পক্ষ থেকে স্থানীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, আততায়ীদের পরিচয় এখনও জানা যায়নি। তবে নিঃসন্দেহে এটা সন্ত্রাসবাদী হামলা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুর দু’টো নাগাদ লন্ডন ব্রিজের উত্তর দিকে পথচারীদের উপরে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি।

ইরাকে বিক্ষোভ অব্যাহত, ইস্তফার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

হাতে ছিল বিশাল এক ছুরি। এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে সে। ঘটনায় বেশ কয়েকজন ছুরিকাহত হন। পুলিশ ও পথচারীদের চেষ্টা ধরে ফেলা হয় এক সন্ত্রাসবাদীকে।পুলিশ ঘটনাস্থলেই গুলি চালায় আততায়ীর উপর। মাটিতে পড়ে যাওয়া আততায়ীর গায়ে ছিল একটি জ্যাকেট। লন্ডন পুলিশের অনুমান আততায়ী সুইসাইড ভেস্ট পড়েছিল আতঙ্ক ছড়াতে। এ দিন সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় ভোটপ্রচারে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। হামলার খবর পেয়ে তড়িঘড়ি ফিরে এসে গোয়েন্দা-পুলিশের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে টুইট করে তিনি জানান, ‘‘আক্রান্ত ও তাঁদের পরিবারদের সমবেদনা জানাচ্ছি। পুলিশ ও আপৎকালীন পরিষেবাকে ধন্যবাদ।’’, শুক্রবার প্রচার বন্ধ রাখবে তাঁর দল।