ওয়েব ডেস্ক: ইডেনে গোলাপি টেস্ট শুরু সঙ্গেই সঙ্গেই ছন্দপতন প্রথমে ব্যট করতে নামা বাংলাদেশের।দিনরাতের টেস্ট ম্যাচ খেলতে নেমে ঘন্টাখানেকের মধ্যেই বিপর্যয় বাংলাদেশ বাহিনীতে।ম্যাচের এগারোতম ওভারে বোলার উমেশ যাদব প্যাভিলিয়নে ফেরালেন অধিনায়ক মোমিনুল হক ও মহম্মদ মিঠুনকে।এর পর ক্রমশ ১৭ রানে পড়ে যায় বাংলাদেশের তৃতীয় উইকেট।এই নিয়ে মোট ৫ টি উইকেট হারিয়ে বাংলাদেশের মোট সংগ্রহে ৫৫ রান।
ইডেন এই প্রথম খেলা হচ্ছে গোলাপি বলে।খেলা শুরুর আগে প্রধানমন্ত্রী হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুই দেশের ক্রিকেটারদের সঙ্গে মিলিত হন।দুজনেই ঘণ্টা বাজিয়ে সূচনা করেন খেলার।টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।