ওয়েব ডেস্ক:- ‘আয়ুষ্মান ভারত’-এর পর দেশে এবার নতুন স্বাস্থ্য বিমা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। নিম্নবিত্তদের পাশাপাশি এবার মধ্যবিত্তরাও আওতায় পড়বেন এই স্বাস্থ্য বিমার। নতুন এই স্বাস্থ্যবিমা নিয়ে ইতিমধ্যে কাজ করতে শুরু করে দিয়েছে নীতি আয়োগ। দেশের মধ্যবিত্তদের জন্য কোন স্বাস্থ্য প্রকল্প নেই, সেই কথা মাথায় রেখেই নতুন প্রকল্পটি চালু করা হবে। নতুন এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘হেল্থ সিস্টেম ফর নিউ ইন্ডিয়া’।
উল্লেখ্য, গত সোমবার হেলথ সিস্টেম ফর আ নিউ ইন্ডিয়া: বিল্ডিং ব্লকস প্রোটেনশিয়াল পাথওয়েস টু রিফর্ম নামে একটি রিপোর্ট প্রকাশ করেছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। এনিয়ে আয়োগের স্বাস্থ্য পরামর্শদাতা অলোক কুমার বলেন, এই রিপোর্ট তৈরি করা হয়েছে মধ্যবিত্তদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা মাথায় রেখেই। ওই রিপোর্টেই নতুন স্বাস্থ্য প্রকল্পের রূপরেখা ঠিক করা হয়েছে। এই প্রকল্পের আওতায় দেশের ৫০ শতাংশ মধ্যবিত্ত থাকবেন বলে আশা ভারত সরকারের। ২০০ থেকে ৩০০ টাকা প্রিমিয়াম দিলেই চিকিৎসার সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের আওতায় থাকা মানুষরা। নীতি আয়োগের হিসাব বলছে, দেশের প্রায় ৪০ শতাংশ নিমবিত্ত মানুষ ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। দেশে ক্যান্সার ও ডায়বেটিসের প্রভাব ক্রমশ বাড়ছে। সঠিক চিকিৎসার জন্য মোট ১.৫ লক্ষ হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টার খুলবে কেন্দ্রীয় সরকার। সেখানেই চিকিৎসা হবে ক্যান্সার ও ডায়বেটিসের।