ওয়েব ডেস্ক: চিতাবাঘের সঙ্গে অজগর সাপের সম্মুখসমরে যুদ্ধ।আর সেই যুদ্ধ সম্প্রতি ভাইরাল নেটদুনিয়ায়।কেনিয়ার মাসাইমারা ট্রায়াঙ্গল পার্কে একরমই একটি দৃশ্য দেখা গেল।পর্যটকদের নিয়ে প্রতিদিনের মতোই জঙ্গল পরিদর্শনে ছিল একদল পর্যটক।সেখানে হঠাৎই চোখে পড়ে বিশালাকার একটি অজগর এবং চিতাবাঘটিকে।
সাপটি তৎক্ষনাৎ চিতাটিকে আক্রমণ করার জন্য মনস্থ করে ফেলে।তারপর শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ।প্রথমে ভাবা হয়েছিল বিশালাকার ওই সাপটি চিতাটিকে মেরেই ফেলবে।কিন্তু শেষে চিতার অফুরন্ত শক্তির মুখে হার মেনে নেয় সে।