Date : 2024-03-19

রাস্তা সারাই নিয়ে সাংসদ মিমি চক্রবর্তীর চিঠিতে অসন্তোষ ফিরহাদের….

কলকাতা:- দক্ষিণ ২৪ পরগণার অন্তর্গত কামালগাজী থেকে বারুইপুর পর্যন্ত ই এম বাইপাসে রাস্তার শোচনীয় অবস্থা নজরে আসে সাংসদ মিমি চক্রবর্তীর। রাস্তার হাল ফেরাতে তৎপর হয়ে মিমি চক্রবর্তী চিঠি দেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। তার জেরেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে। যাদবপুরের সাংসদের চিঠি মোটেও ভালো ভাবে নেননি মেয়র। সাংসদ মিমি চক্রবর্তীর চিঠির পাল্টা উত্তরে দিয়ে তিনি জানান, ওই রাস্তা মেরামতির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, ওই অঞ্চলের সাংসদ মিমি চক্রবর্তী রাস্তার বেহাল দশা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। রাজ্যের পুরমন্ত্রীকে গুরুত্ব সহকারে রাস্তাটির সংস্কারের কথা বলেন। পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র এই চিঠির পাল্টা জবাবে বলেন, ওই অঞ্চলের সাংসদ শুধুমাত্র চিঠি দিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না, বরং রাস্তা সারাইয়ের জন্য টাকা বরাদ্দ করার আবেদন করেন মেয়র। এদিন মেয়র চিঠির পাল্টা জবাবে আরও বলেন, বিধানসভার অধ্যক্ষের নির্দেশে ইতিমধ্যে ওই অঞ্চলে রাস্তা মেরামতির প্রস্তুতি শুরু হয়েছে। বিষয়টি অর্থ দফতর মঞ্জুর করলেই কাজ শুরু হবে। মেয়র ফিরহাদ হাকিমের সাংসদ মিমি চক্রবর্তীর চিঠির এহেন জবাবের ফলে দলের মধ্যে অসন্তোষের বার্তা আরও একবার স্পষ্ট হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।