Date : 2024-02-21

ম্যাচ খেলতে গিয়ে বলের মারাত্বক চোট, মাথায় ৩১ টি স্ট্যাপল এই খেলোয়াড়ের

ওয়েব ডেস্ক : ছোট্ট একটা দুর্ঘটনা।যার জেরে কেরিয়াটাই শেষ হতে বসেছে ব্রিটিশ দলের হয়ে খেলা এই হকি প্লেয়ারের।৩ নভেম্বর মালয়েশিয়ার সঙ্গে খেলার সময় সেই দুর্ঘটনার কথা কিছুতেই ভুলতে পারছেন না স্যাম ওয়ার্ড।২৮ বছর বয়সী এই খেলোয়াড়ের মাথায় গুরুতর চোটের কারণে বা চোখের দৃশ্যমানতা প্রায় হারিয়ে ফেলেছেন ওই খেলোয়াড়।

আরও পড়ুন : গোলাপি ম্যাচে ভারতের ‘বিরাট’ শতরান!

তবুও টোকিওতে অনুষ্ঠিত হওয়া ২০২০ সালের অলম্পিকে খেলার জন্য ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছেন তিনি।মাথায় আঘাতের চোট এতটাই গভীর যে ৩১ টি স্ট্যাপল করতে হয়েছিল মাথার মধ্যে।

মাথা সহ চোখ এবং আরও বেশ কয়েকটি জায়গায় গুরুতর আঘাত পেয়েছিলেন ওই খেলোয়াড়। গত ১৩ নভেম্বর তার অস্ত্রোপ্রচার করা হয়।তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনের পথে ফিরছেন আহত ওই খেলোয়াড়।