ওয়েব ডেস্ক:- সমস্ত জল্পনার অবসান, মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন। বিজ্ঞপ্তিতে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিধানসভা ভোট শেষ হওয়ার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীপদ নিয়ে শিবসেনা ও বিজেপির মধ্যে দর কষাকষি চলছিল। এরপর পাকাপাকি বিচ্ছেদ ঘটে বিজেপি ও শিবসেনার মধ্যে। সোমবার সরকার গড়ার জন্য শিবসেনাকে সমর্থন জানায় এনসিপি নেতা শরদ পাওয়ার। তবে এনডিএ-র মন্ত্রীসভা ছাড়তে হবে শিবসেনাকে এই শর্ত সাপেক্ষেই এনসিপি সমর্থন করে। কংগ্রেস শিবসেনাকে সমর্থন করবে কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে।
শিবসেনা বিজেপির সঙ্গ ত্যাগ করার পর সরকার গঠনের জন্য মহারাষ্ট্রের রাজ্যপাল শিবসেনাকে ২৪ ঘন্টা সময় দেয়। সেই সময়ের মধ্যেও রফাসূত্র না মেলায় শেষমেশ মঙ্গলবার সন্ধ্যায় মহারাষ্ট্রে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন।মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত্সিং কোসয়ারি টুইটারে বিবৃতি দিয়ে জানিয়েছেন, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছে রাজভবন। রাজ্যপালের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই সুপারিশে অনুমোদন দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বিস্তারিত আসছে….