কলকাতা: হাওড়া ব্রিজের উঁচু রেলিং-এ ভবঘুরের চড়ে পড়ার ঘটনা মাঝের মধ্যে উঠে আসে সংবাদ শিরোনামে। হাসপাতালের গাছের মগডালে মহিলা ভবঘুরে চড়ে পড়ার ঘটনা বিরল। শুক্রবার বিকেলে এমনই ঘটনা ঘটল এনআরএস হাসপাতালে। এনআরএস-এর অ্যাকাডেমিক বিল্ডিং-এর সামনে একটি বটগাছ আছে। সেই বটগাছের মগডালে হঠাৎ-ই এক মহিলা ভবঘুরে উঠে পড়ে, আর সেই ভবঘুরেকে নামাতে গিয়ে নাজেহাল অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। অগত্যা উপায় না দেখে খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরে। শুরু হয় উদ্ধারকার্য।
ল্যাডার ও জাল পেতে দমকল কর্মীরা বার বার তাঁকে নামতে বলছিলেন। কিন্তু ওই ভবঘুরে বহুবার উপর থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। গোটা নীলরতন সরকার হাসপাতাল ভবঘুরেকে উদ্ধার করার জন্য উপস্থিত ছিলেন ওই গাছের কাছে। প্রায় ৪০ মিনিট চেষ্টা করার পর ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে নামিয়ে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার প্রাথমিক চিকিৎসাও করেছেন।