ওয়েব ডেস্ক:- চরম হিন্দুত্ববাদ থেকে সরে এসে এবার কংগ্রেস ও এনসিপি-র সাহায্যে মহারাষ্ট্রে ক্ষমতায় আসতে চলেছে শিবসেনা। সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন সম্ভবত শিবসেনার উদ্ধব ঠাকরে। উপমুখ্যমন্ত্রী হবেন কংগ্রেস ও এনসিপির মধ্যে থেকে। শনিবার বিকেলে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কেশিয়ারির সঙ্গে দেখা করতে যাবেন তিন দলের সদস্য। তবে মন্ত্রীসভার বন্টন নিয়ে এখনও ঐক্যমত হতে পারেননি তিন দল। শিবসেনার পক্ষ থেকে ১৬-১৪-১২ ফর্মুলা দেওয়া হলেও কংগ্রেস সম বন্টন অর্থাৎ ১৪-১৪-১৪ তে বিশ্বাসী। রবিবার শেষবারের মতো এনসিপি ও কংগ্রেসের মধ্যে এই বিষয়ে বৈঠক হতে পারে।
কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য ত্রিদলীয় বৈঠক হয়েছে। কংগ্রেস একা কোন সিদ্ধান্ত নিতে পারে না। পরবর্তী পদক্ষেপ আলোচনার মধ্যমেই নেওয়া হবে। এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার জানিয়েছেন, মহারাষ্ট্রে ত্রিদলীয় সরকার হবে। আসন বন্টনসহ বেশ কিছু বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বৈঠক হবে। সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যে মুখ্যমন্ত্রীপদের ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে গতকাল অভিন্ন নূন্যতম কর্মসূচি নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রী পদটি শিবসেনাকে দেওয়া হবে। দুটি উপমুখ্যমন্ত্রী পাচ্ছে যথাক্রমে কংগ্রেস ও এনসিপি। মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগি নিয়ে কোনও পক্ষই আলোচনায় যায়নি বলে জানা যাচ্ছে।