ওয়েব ডেস্ক:- বড়সড় নাশকতার হাত থেকে রেহাই পেল দিল্লি। রাজধানীতে বড়সড় নাশকতার ছক কষেছিল ৩ সন্ত্রাসবাদী। সোমবার দিল্লি পুলিশ আর গোয়েন্দা দফতরের চেষ্টায় ৩ সন্ত্রসবাদীকে জালে ফেলা গেল। দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই ৩ সন্ত্রাসবাদী আইএস সংগঠনের সঙ্গে যুক্ত। দিল্লি পুলিশ তাদের ধাওয়া করে অসমের গোয়ালপাড়া থেকে গ্রেফতার করে। তিন জঙ্গির নাম মুকাদ্দাস ইসলাম, রঞ্জিত আলি এবং লুইস জামিল জামাল। তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং উন্নত মানের বিস্ফোরক আইইডি উদ্ধার করা হয়েছে।
দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের ডিসিপি প্রমোদ কুশওয়াহা এ খবর নিশ্চিত করে জানান, বড়সড় সন্ত্রাস হামলার ছক বানচাল করা সম্ভব হয়েছে। তিনজনের কাছ থেকেই পাওয়া গেছে আইইডি ও শক্তিশালী বিষ্ফোরণ ঘটানোর বিভিন্ন সরঞ্জাম। অসলমের গোয়ালপাড়ার একটি মেলায় বিস্ফেরণ ঘটিয়ে দিল্লি বিস্ফোরণের প্র্যাকটিস করার কথা ছিল তাদের।
কিন্তু দিল্লি পুলিশের তৎপরতায় তাদের রুখে দেওয়া হয়। নাশকতার ছক কতদূর পর্যন্ত বিস্তৃত, এই হামলার পরিকল্পনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানান চেষ্টা করা হচ্ছে।