Date : 2024-03-19

দিনরাত হৈ -চৈ করে ভিডিও শ্যুট, শহরের এই ফাঁকা রাস্তার নাম ‘টিকটক রোড’…

ওয়েব ডেস্ক:- নিউ আলিপুর স্টেশন থেকে মাঝেরহাট পর্যন্ত রেল লাইনের পাশে রয়েছে ঘন জঙ্গল। না পুরোপুরি জঙ্গল বললেও ভুল হবে, এতো শহর কলকাতা, জঙ্গল হলেও মাঝখান দিয়ে রয়েছে পাকা রাস্তা। কার্যক্ষেত্রে এই রাস্তার নাম আলিপুর এভিনিউ হলেও এই রাস্তা এখন ‘টিকটক রোড’ নামে পরিচিত। রাস্তার রেল লাইনের ধারে, সারাদিনে খুবই কম গাড়ি যাতায়াত করে। এই ফাঁকা রাস্তার জন্যই চেতলা, মাঝেরহাট, বেহালা, কালীঘাট সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে টিকটক ব্যবহারকারীরা ভিড় জমাচ্ছেন।

সারাদিন কেউ না কেউ টিকটক ভিডিও তৈরি করে যাচ্ছেন এই রাস্তায়। ফাঁকা রাস্তা হওয়ায় কেউ বিশেষ বিরক্ত করে না। তাই শান্তিতে সবাই ভিডিও বানাতে পারে এই রাস্তায়। টিকটক ভিডিও বানানো নিয়ে কার্যত অস্থির হয়ে পড়েছে এলাকার মানুষ।

ভোররাতে ইকোপার্কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, উদ্ধার রক্তাক্ত ৫জন, মৃত ৩

দিন রাত এলাকায় ছেলেমেয়েদের হৈ চৈ-তে অস্বস্তিতে পড়েছে এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন, ‘বাড়ির সামনে সব সময়ই দেখছি ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও বানানো হচ্ছে। বাড়ির সামনে এমন নাচ-গান করে বলে খুব একটা খারাপ লাগে না। আবার শুনেছি এই সব করে নাকি আবার টাকাও পায়।’