ওয়েব ডেস্ক:- যে কোন সম্পর্কে দীর্ঘদিনের তিক্ততার অবসান হয় বিচ্ছেদ দিয়ে। এই ঘটনা এখন অত্যন্ত সাধারণ। না এ কোন প্রেমিক-প্রেমিকার সম্পর্ক আর বিচ্ছেদের গল্প নয়, বরং নতুন প্রজন্মের আত্মকেন্দ্রিক জীবন কিভাবে তাদের বাবা-মা এর সঙ্গেও দূরত্ব তৈরি করাচ্ছে সেই নিয়েই এই ছবি। সম্পর্কে ক্যামিস্ট্রি থেকে তিক্ততার মিস্ট্রি খুঁজে নিতে টোটকা নিয়ে হাজির হবেন অভিনেতা দেব। সদ্য শেষ হয়েছে বাংলা ছবি ‘সাঁঝবাতি’র কাজ, সঙ্গে সঙ্গে দেব ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর পরবর্তী ছবি নিয়ে। ছবির নাম ‘টনিক’। কিছুদিন আগে প্রবীন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন দেব। ছবিতে তাঁকে একটি ফিল্ম স্ক্রিপ্ট পড়তে দেখা গিয়েছে। সম্ভবত, ‘টনিক’ ছবির স্ক্রিপ্ট নিয়ে বসেছিলেন দুই অভিনেতা। ছবি শেয়ার করার পরেই ফাঁস হয়ে গিয়ে দেবের ‘টনিক’র গল্প। ছবির গল্প নিতান্তই সাম্প্রতিক ঘটনা কেন্দ্রীক।
ছেলের অহংবোধের কারণে বাবা ও ছেলের মধ্যে তৈরি হওয়া দূরত্ব মেটানোর ‘টনিক’ রয়েছে এই ছবিতে। মা-বাবার সঙ্গে ছেলের সম্পর্কের কেমিস্ট্রি কিভাবে ঠিক করবে দেব! সেই নিয়েই বোনা হয়েছে পরিচালক অভিজিৎ সেনের ছবি টনিক-এর গল্প। এখানেই শেষ নয়, আগামীদিনে ধ্রব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারির বায়োপিকের মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবির জন্য দীর্ঘ দু’বছর বাদে মান-অভিমান ভুলে এসভিএফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দেব। জনপ্রতিনিধি হিসেবে একগুচ্ছ দায়িত্ব, কর্তব্য এবং তাঁর পাশাপাশি হাতে বেশ কিছু ছবির কাজ নিয়ে বর্তমানে বেজায় ব্যস্ত দেব।