ওয়েব ডেস্ক:- দেখলে চমকে উঠবে যে কেউ, এ যেন ঠিক স্বপ্নের মতো, “গলি মে আজ চাঁদ নিকলা”। মুম্বইয়ের ওরলির নেহেরু প্ল্যানেটরিয়ামের কাছ দিয়ে গেলে চমকে উঠবেন আপনিও। প্ল্যানেটরিয়ামের ছাদে আস্ত একটা চাঁদ উঁকি মারছে। এ নাকি মুম্বইয়ের চাঁদ! থুড়ি, চাঁদ কি মুম্বইয়ের একার নাকি! ল্যান্ডার বিক্রম মাটিতে আঁছড়ে পড়লেও ভারতীয় মহাকাশ গবেষণায় ইসরোর প্রশংসা হয়েছে বিশ্বজুড়ে। আর সেই মিশনে ইসরোকে শুভেচ্ছা জানাতে আস্ত একটা চাঁদ বানিয়ে ফেলল মুম্বইয়ের নেহেরু প্ল্যানেটোরিয়াম। প্ল্যানেটোরিয়ামের মাথার উপর রয়েছে একটি গম্বুজ। সেই গম্বুজেই অবিকল একটি চাঁদ তৈরি করা হয়েছে। দূর থেকে দেখলে মনে হবে অর্ধেক চাঁদ নেমে এসেছে পৃথিবীর বুকে। এই গম্বুজের ব্যাস ২৫.৬ মিটার।
গম্বুজটি এমনভাবে রঙ করা হয়েছে দেখলে মনে হবে সত্যিকারে চাঁদ। সন্ধ্যের পর চাঁদের উপর আলো পড়ে ঠিক যেমন সূর্যের আলো পড়ে রূপোর মতো ঝকঝক করে চাঁদ। এই গম্বুজ তৈরির নক্সা করেছেন বিখ্যাত শিল্পী গুল মহম্মদ বুখারি। এই কাজে তাঁকে সাহায্য করেছেন কাদারি আলামিয়া ও মুনির আব্দুল রসুল বুখারি। সবচেয়ে সুখবর, চাঁদ দেখতে খরচাও করতে হবে না। সকাল ১১ থেকে রাত ৯ টা পর্যন্ত নিখরচায় দেখতে পাবেন নেহেরু প্ল্যানেটোরিয়ামের মাথায় উঁকি দেওয়া মুম্বইয়ের ‘চাঁদ’ কে।